ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

জাপান-ইতালিতে শ্রমিক পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১২:০২ এএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

চলতি বছরের দেশের বাইরের শ্রম বাজারে ১২ লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। পরিকল্পনা অনুযায়ী জাপান, ইতালি, প্যারাগুয়েসহ বেশ কয়েকটি দেশে নতুন শ্রমবাজার সৃষ্টির বিষয়েও ভাবা হচ্ছে বলে জানান তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, আমরা দক্ষ ও আধাদক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছি। বিশ্বের উন্নত দেশগুলোতে এসব  শ্রমিক পাঠানো হবে। যেখানে কর্মীরা ভালো বেতনে কাজ করতে পারবে এবং দেশে ফিরে ভালো কিছু করতে পারবে।

মন্ত্রী আরও বলেন, এ মুহুর্তে বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশি কর্মীরা কাজ করছে। ১৯৭৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন কর্মীকে পাঠানো হয়েছে। অনেকেই ফেরত এসে আর যাননি। ফলে বর্তমানে এক কোটি ১১ লাখের মতো কর্মী বিদেশে কর্মরত রয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মূল্য ‘জিরো কসট’-এ নিয়ে আসলে কেউ যেতে পারবে না। কারণ যারা কর্মী পাঠায় তারা ব্যবসা করেন। তারা নতুন নতুন চাহিদা নিয়ে আসে। তারাই একটা দাম নিয়ে কর্মী পাঠায়। যখন তারা দেখবেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না বা কম লাভ হচ্ছে তখন তারা চাহিদা আনবে না। তবে যাদের কাছে টাকা বেশি নেওয়া হয় তারা কোনো অভিযোগ করছেন না। অভিযোগ করলেই আমরা ব্যবস্থা নিতে পারি।

আরেক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশ ফেরত কর্মীদের হয়রানির ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর ৯ জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বিদেশে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী পাঠানো হয়েছে। যা ২০১৬ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

আরকে/টিকে