ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

বছর শেষে কমেছে খাদ্যের মূল্যসূচক

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২০ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বিদায়ী বছরের ডিসেম্বর মাসে বিশ্ববাজারে সার্বিকভাবে কমেছে খাদ্য পণ্যের দাম। বছরের শেষ এ মাসে খাদ্য পণ্যের দাম নভেম্বর মাসের তুলনায় কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। পয়েন্ট ভিত্তিতে যা ৫ দশমিক ৮ পয়েন্ট কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এফএও বলছে, আলোচ্য মাসে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৬৯ দশমিক ৮ পয়েন্টে। এ সময়ে বিশ্ববাজারে দুধ ও দুগ্ধজাত পণ্য, ভোজ্য তেল ও চিনির দাম কমার প্রভাবেই সার্বিক খাদ্য মূল্য সূচক কমেছে।

প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য মাসে চিনির মূল্য সূচক কমেছে। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে এই পণ্যটির মূল্য সূচক ৮ দশমিক ৬ পয়েন্ট বা ৪ দশমিক ১ শতাংশ কমেছে।

ভোজ্য তেলের মূল্য সূচক নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে কমেছে ৯ দশমিক ৬ পয়েন্ট বা ৫ দশমিক ৬ শতাংশ। যা সর্বশেষ ৫ মাসের মধ্যে সবচেয়ে কম।

ডিসেম্বর মাসে বিশ্ববাজারে দানা জাতীয় খাদ্যের মূল্য সূচক গত মাসের তুলনায় কিছুটা কমেছে। তা এখন ১৫২ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া আলোচ্য সময়ে মাংসের দামেও ভাটা পড়েছে বিশ্ববাজারে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এই পণ্যটির মূল্য সূচক ১৭১ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে মাস ব্যবধানে সার্বিক খাদ্য মূল্য সূচক কমলেও বছর ব্যবধানে খাদ্য মূলক সূচক বেড়েছে। ২০১৭ সাল জুড়ে খাদ্য মূল্য সূচকের গড় দাঁড়িয়েছে ১৭৪ দশমিক ৬ পয়েন্টে। যা ২০১৬ সালের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ বেশি বলে উল্লেখ করেছে এফএও।

এফও বলছে ২০১৭ সালের খাদ্য পণ্যের মূল্য সূচক ২০১৪ সালের পরে সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। তবে ২০১১ সালের তুলনায় তা প্রায় ২৪ শতাংশের বেশি কম। ২০১১ সালে খাদ্য পণ্যের মূল্য সূচক ছিল ২৩০ পয়েন্টে।

বিশ্বব্যাপী ৫ ধরনের পণ্যের দাম নিয়ে জরিপ চালায় এএফও। সংস্থাটি সর্বশেষ প্রতিবেদনে বলছে, আলোচ্য মাসে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। তবে গতবছরের একই সময়ের তুলনায় আলোচ্য পণ্যের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

 

আরকে/টিকে