ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শাহজালালে সব ফ্লাইট বন্ধ

প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকে সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল। আজ ভোর ৪টা থেকে কোনো ফ্লাইট অবতরণ করেনি। এর মধ্যে কয়েকটি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল পর্যন্ত শাহজালালে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণের কথা ছিল। কিন্তু এগুলো সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২২ মাস্কট-ঢাকা সকাল ৮টা ১০ মিনিটে শাহজালালে অবতরণের কথা ছিল কিন্তু সেটি কলকাতায় অবতরণ করে।

একে// এআর