ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যে কারণে নির্বাচনে লড়তে পারবেন না খালেদা!

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ঘনিয়ে আসছে আগামী সংসদ নির্বাচনের সময়। এরই মধ্যে প্রধান দুই বিরোধী দল নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি জানান দিলেও, একটি রায়ের পর পাল্টে যাচ্ছে দৃশ্যপট।

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ায় আগামী সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবিধানের ৫ম ভাগের ৬৬ ধারায় ২ উপধারার (ঘ) মতে, কোন ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন না। এদিকে খালেদা জিয়া ৫ বছরের কারাদণ্ডে  দণ্ডিত হওয়ায় সংবিধান অনুসারে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

অন্যদিকে একই উপধারায় বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মুক্তি লাভের ৫ বছর পূর্বে কোন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে খালেদা জিয়ার সামনে এখন কেবল একটি পথ-ই খোলা আছে। খালেদা জিয়া আপিল করলে, ওই বিভাগে মামলাটি নিস্পত্তি হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে উচ্চ আদালতের সিদ্ধান্ত-ই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এমজে/