ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৫ শিশু

প্রকাশিত : ১১:৫২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১১:৫৮ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

রাজধানীর বংশালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পাঁচ শিশু দগ্ধ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আলুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

দগ্ধ শিশুরা স্থানীয় মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের নাম আশিক (৭), জাভেদ (৭) সালমান (৭),মোস্তাকিম (৮) ও আব্দুর রহমান (৮)। এছাড়া সাজ্জাদ নামে আরেকজন শিশু পড়ে আহত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, শিশুদের শরীরের পাঁচ থেকে ১২ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক পুলিশক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসার পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে ফুলকির আগুন শিশুদের গায়ে পড়ে। এতে পাঁচ শিশু দগ্ধ হলে এক শিক্ষক দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

একে// এআর