ঢাকা, শনিবার   ৩০ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সম্পর্কের শুরুতে সঙ্গীর যেসব বিষয় জানা জরুরি

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

প্রেম অবশ্যই দারুন অনুভূতির। কিন্তু এটিকেই সুখের একমাত্র মাপকাঠি ভাবা ঠিক নয়। আবার এটা মনে করাও ঠিক নয় , ভালোবাসার মানুষটিকে না পেলে আপনার জীবন অসম্পূর্ণ থেকে যাবে।
সঙ্গী আর আপনার শখ, জীবনযাত্রা, মতামত এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে এক হবে এটা ভাবা ঠিক নয়। এটা মানতে হবে, যেকোন ব্যাপারে দুইজন মানুষের মতামত ভিন্ন হতেই পারে। দুজনের পছন্দ, দুজনকে শ্রদ্ধা করতে হবে। আপনি যেমন ঠিক তেমনভাবেই  আপনাকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে আপনার সঙ্গীর। তাই সম্পর্কের শুরুতেই সঙ্গীর কিছু বিষয় জেনে নেওয়া জরুরি। না হয় সুখ দৌড়ে পালাতে পারে।
কখনও কখনও সম্পর্কে অনেক বেশি চাওয়া-পাওয়া থাকে, যার সব কিছুই নিজের নিয়ন্ত্রণে থাকে না। এজন্য সবসময় কি ঘটেছিল আর কি ঘটতে পারতো এই নিয়ে অতিরিক্ত চিন্তা করা ঠিক নয়। যদি আপনি একটা সুন্দর সম্পর্কের মধ্যে থাকেন তাহলে অবাস্তব চিন্তা না করে নিজেদের জন্য সুন্দর আগামীর স্বপ্ন দেখতেই পারেন।
একটা প্রবাদ আছে, প্রেম জীবনে বারবার আসতে পারে। কিন্তু বেশিরভাগ ভাগ মানুষ মনে করেন প্রথম প্রেমই জীবনের শেষ প্রেম কিংবা জীবনে প্রেম একবারই হয় , একারণে প্রেম ভেঙ্গে গেলে কেউ কেউ একাই জীবন কাটাতে চান। কিন্তু প্রেম ভেঙ্গে গেলে আপনি আর কখনও প্রেমে পড়বেন না -এমন ভাবনা ঠিক নয়। যদি কেউ তার আত্মার সঙ্গীকে প্রথম প্রেমের মাধ্যমে খুঁজে পান তাহলে তো কথাই নেই। কিন্তু প্রথম প্রেম ভেঙ্গে গেলে বুঝবেন আপনার জন্য জীবনে হয়তো তার চেয়েও চমৎকার কোনও সঙ্গী অথবা দারুন কোনো কিছু অপেক্ষা করছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
/ এআর /