ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

পরিচালক কাজী হায়াতের হার্টে অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:৪১ পিএম, ১৩ মার্চ ২০১৮ মঙ্গলবার

চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ দিন থেকে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এর আগে ২০০৪ সালে তার হার্টে দুটি রিং বসানো হয়েছিল। ২০০৫ সালে তার ওপেন হার্ট সার্জারিও করা হয়।

এরপর অনেকদিন ভালো ছিলেন। তবে কিছুদিন ধরে শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো যাচ্ছিলো না। তাই উন্নত চিকিৎসার জন্য গত ৬ মার্চ নিউ ইয়র্ক যান তিনি। বর্তমানে তিনি সেখানকার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন পুত্র কাজী মারুফ।

কাজী মারুফ জানান, ‘বাবার হৃদপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। সফলভাবেই তার এনজিওপ্লাস্টিও সম্পন্ন হয়েছে। আমার বাবার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।’

গেল জানুয়ারি মাসে নতুন করে হার্টের সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেন। সেই প্রেক্ষিতে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।  

এসি