ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

আবুল কালাম আজাদ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

সৈয়দ মো.আবুল কালাম আজাদ সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন এর আগে তিনি চট্টগ্রামে ব্যাংকটির জেনারেল ম্যানেজার অফিসে ডিপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন

সৈয়দ মো. আবুল কালাম আজাদ ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি.কম (অনার্স) ও এম কম ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার গ্রেড-৫ (সিনিয়র অফিসার) হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং জীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কেআই/