ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

‘খালেদাকে মুক্তি দেওয়ার ক্ষমতা সরকারের নেই’ 

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার কোনো ক্ষমতা সরকারের নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন পূর্ব এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চায় তবে আদালতের মাধ্যমে তাকে মুক্ত করতে পারবে।এখানে সরকারের কোনো হাত নেই।   

মন্ত্রী আরোও বলেন, খালেদা জিয়াকে জেল সরকার দেয়নি, মামলাও সরকার দেয়নি। ১৫ বছর ধরে এই মামলা চলছে। মামলা নিয়ে হাইকোর্টে গেছেন। যত ধরনের পদ্ধতি আছে সব ব্যবহার করার পর ওপেন কোর্টে বিচার হয়েছে। আদালতের রায় মোতাবেক তার সাজা হয়েছে। পৃথিবীর সকল দেশে সাজাপ্রাপ্ত আসামি যেভাবে থাকে উনি তো তার ব্যতিক্রম হতে পারেন না।

আদালত ছাড়া কারো সাধ্য নেই খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আদালত যদি তাকে মুক্ত করে দেন, তবে একসাথে নির্বাচন করব, তাতে অসুবিধার কী।

এমএইচ/এসি