ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

কোটা বাতিল আ. লীগের জন্য হবে ইতিবাচক : হানিফ

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা আগামী নির্বাচনে তাঁর দলের জন্য কোনো ঝুঁকির কারণ হবে না বরং ইতিবাচক হবে। কারণ, ছাত্রসমাজ যারা কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিল তাদের সমর্থন সরকারের পক্ষে থাকবে।

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে বর্ষবরণ উপলক্ষে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

নির্বাচনে সবার সমান সুযোগ তৈরির ব্যাপারে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। তাই এখনো লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ব্যতয় ঘটেনি।

বিএনপির সমালোচনা করে হানিফ আরও বলেন, একটি দলের শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনো নৈতিক অধিকার থাকে না। বিএনপি এরইমধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।

/ এআর /