ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ক্ষেপণাস্ত্রের ৭১টিই ধ্বংস করে সিরিয়া

প্রকাশিত : ০৭:২২ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার

সিরিয়ায় কয়েকটি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিক্ষেপ করা ১০৩ টি মিসাইলের ৭১টিই আকাশের মধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লে.জেনারেল সেরগেই রুদস্কয়।

তিনি জানান, টমাহক ক্রুজ মিসাইলসহ সিরিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে  কমপক্ষে ১০৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে ৭১টিই আকাশের মধ্যেই ধ্বংস করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলা প্রতিহত করতে রাশিয়ার তৈরি এস-১২৫, এস-২০০, ২কে১২ কাব অ্যান্ড বাক-সহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সিরিয়া।

লে.জেনারেল সেরগেই রুদস্কয় জানান, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি পুনঃস্থাপন করেছে রাশিয়া এবং গত ছয় মাস ধরে এটাকে আরো উন্নত করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত সপ্তাহে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুমা এলাকায় আসাদ বাহিনীর সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র হামলার জবাবে শনিবার সিরিয়ায় এই হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

সূত্র: আলজাজিরা

এমএইচ/টিকে