ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

‘রাশিয়া-পশ্চিমের সম্পর্ক স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ’

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

সিরিয়া ইস্যুতে আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাড়িয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো এখন স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও খারাপ পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সোমবার বিবিসির বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম টাস এ সংবাদ প্রকাশ প্রকাশ করেছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, পরিস্থিতি এখন খুবই বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের চালানো হামলাকে আগ্রাসন বলে বর্ণনা করেন তিনি। সিরিয়ার দুমায় কথিত যে রাসায়নিক হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর ওই হামলা চালিয়েছে, তার পেছনে বাশার আসাদ সরকারের কোনও হাত থাকার কথা অস্বীকার করেন সের্গেই লাভরভ।

রুশ পররাষ্ট্র বলেন, রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর ওপর যেটুকু আস্থা বা বিশ্বাস অবশিষ্ট ছিল, সেটাও হারিয়ে ফেলছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো খুবই অদ্ভুত কিছু যুক্তির ভিত্তিতে চলছে, তারা আগে শাস্তি দেয়, তারপর প্রমাণ খোঁজার জন্য তদন্ত করে।

তিনি বলেন, রুশ অর্থনীতি হয়তো নাজুক অবস্থার মধ্যে আছে। কিন্তু নতুন কোনও মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মোকাবেলা করার সক্ষমতা রাশিয়ার আছে।

সূত্র: টাস

একে// এআর