ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

বিয়ের আগে যে কাজগুলো করবেন না  

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:১৬ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

বিয়ে একটি সামাজিক বন্ধন। এই বন্ধনে কোনো না কোনো সময়ে নিজেকে জড়াতে হয়। তাই বিয়ের আগ মুহুর্তে কিছু বিষয় আছে যা মেনে চলা উচিৎ। বিয়ের শপিং থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের খবর দেওয়া সব দিকেই নিজেকে খেয়াল রাখতে হয়। তাই এড়িয়ে চলুন এ বিষয়গুলো-    

বিয়ের আগ মুহুর্তে অনেকেই সৌন্দর্য চর্চা করে থাকেন। তাই চোখকে আরও সুন্দর করতে চোখের নিচে কালির প্রলেপ দেন। এই কাজটি করা যাবে না। আবার অনেকে ঘুম মেরে ফোলা ফোলা করে রেখেছেন চোখ। বিয়ের অ্যালবামে নিশ্চয়ই এমন ছবি দেখতে চাইবেন না। তাই বিয়ের কয়েকটা দিন অন্তত লেট নাইট পার্টিকে গুডবাই বলুন। যত তাড়াতাড়ি সম্ভব, ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। 

শুধুমাত্র শপিংই নয়, বিয়ের আগে ডায়েটের দিকেও কড়া নজর রাখুন। খুব স্পাইসি বা অয়েলি ফুড এড়িয়ে চলুন। এ ধরনের খাবার খেলে অতিরিক্ত ঘাম বা মাথাধরার মতো সমস্যা হতে পারে। তাই বিয়ের আগে যতটা সম্ভব হাল্কা, কম তেলযুক্ত খাবার রাখুন নিজের ডায়েটে। সেই সঙ্গে ফ্রেশ দেখাতে প্রচুর পরিমাণ পানিপান করুন। 

বন্ধুদের সঙ্গে আড্ডায় বসলেই অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপান করার দিকে ঝুঁকে পড়েন? বিয়ের আগের কয়েক দিন অন্তত এই অভ্যাস পাল্টে ফেলুন। অ্যালকোহল থেকে সরে আসুন। কমিয়ে দিন ধূমপান করাও। সঙ্গে কমিয়ে দিন ঠান্ডা পানীয় খাওয়ার ঝোঁকও। দেখবেন, বিয়ের দিনে আপনার শরীর-মন কতটা ঝরঝরে থাকে! 

বিয়ের আগের কয়েকটা দিন অন্তত নতুন কোনও স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারের ঝুঁকি নেবেন না। নতুন কোনও ফেস ক্রিম বা মাস্কারা ব্যবহার করতে গিয়ে তার ফল উল্টো হতে পারে। তা আপনার স্কিন টাইপের পক্ষে উপযুক্ত না-ও হতে পারে। 

অনেকেই বিয়ের আগে নতুন হেয়ার স্টাইল বা ফেসিয়াল করেন। এ ধরনের কিছু করতে চাইলে তা অন্তত দু’সপ্তাহ আগে করিয়ে নিন। এতে আপনার চুলে একটা ন্যাচারাল লুক আসবে। পাশাপাশি, ফেসিয়ালও সেরে ফেলুন মাস দুয়েক আগে। এতে বিয়ের দিনে অন্তত আপনার মুখের লাল লাল ভাবটা আর থাকবে না। 

বিয়ের আগ মুহুর্তে নিজে ড্রাইভিং বরাটা বিপজ্জনক। তাই নিজে ড্রাইভিং করা এড়িয়ে চলুন। এই সময় মাথায় একরাশ চিন্তা-ভাবনা আসাটা স্বাভাবিক। ফলে নিশ্চিন্তে ড্রাইভিং করা সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে ড্রাইভারের হাতে নিজের গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিন।   

বিয়ের আগে মেকআপ বা ডায়েটের খেয়াল রাখার পাশাপাশি নিজের দাঁতেরও যত্ন নিন। কফি, রে়ড ওয়াইন, ব্লুবেরি, অ্যাসিডিক ফুড, ব্ল্যাক টি বা টোব্যাকো প্রোডাক্ট থেকে দূরে থাকুন। এতে দাঁত ঝকঝকে সাদা থাকবে।

এসি