ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

ছোটদের মতো ড্রেস পড়ে বৃদ্ধ বয়সেও স্কুলে…

প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ১০:৪৩ এএম, ১৪ মে ২০১৮ সোমবার

স্কুলে যেতে আমাদের দারুণ ভালো লাগে। পড়ার আগ্রহ জাগে। সেখানে আমাদের অনেক বন্ধু হয়ে গেছে। ক্লাসের বন্ধুদের সাথে প্রতিদিন দেখা হয়। এভাবেই কথাগুলো বলছিলেন বৃদ্ধ বয়সে স্কুলে যাওয়া থাইল্যান্ডের বেশ কয়েকজন বৃদ্ধ শিক্ষার্থী। তারা স্কুল বালিকাদের মতো স্কুলড্রেস পরে বাড়ি থেকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হন স্কুলের উদ্দেশ্যে।

তাদের মধ্যে কারো বয়স ৭০ আবার কারো বয়স ৬০ থেকে ৬৩ বছর। এই বয়সে শিক্ষা অর্জনের জন্যে হাতে বই নিয়ে স্কুলে যাচ্ছেন তারা।  

থাইল্যান্ডের আয়ুত্থায়া প্রদেশের চিয়াং রাক নয়ি উপজেলায় গেলে আপনি অবাক হবেন। সেখানে স্কুল ইউনিফর্মে বেশ কয়েকজন বৃদ্ধাকে দেখতে পাবেন।

বৃদ্ধ বয়সে অনেকেই একাকীত্বের মধ্যে পড়ে যান। এ সময় অনেকই হতাশায় ভুগে থাকেন। তাদের এই একাকিত্ব দূর করতে তাদের জন্য এই স্কুলের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা থাইল্যান্ডে ৭.৫ মিলিয়ন। এই একাকী নারী-পুরুষদের একাকীত্ব দূর করতেই অসাধারণ এই ব্যবস্থার আয়োজন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস

এমএইচ/টিকে