ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় জাতীয় পার্টির ভরাডুবি, কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম মুশফিকার রহমান । এই ভরাডুবির কারণে দলটির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সরকার দলীয় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। তৃতীয় হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুজ্জাম্মিল হক। হাতপাখা প্রতীক নিয়ে তিনি পান ১৪ হাজার ৩৬৩ ভোট। চতুর্থ হন জাতীয় পার্টির এস এম মুশফিকার রহমান। লাঙল প্রতীক নিয়ে তিনি পান ১ হাজার ৭২ ভোট। পঞ্চম হন সিপিবির মিজানুর রহমান বাবু। কাস্তে প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৩৪ ভোট।

আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০ এর ১ (ক) ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

গতকাল অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পার্টির ভোট বিপর্যয়ের জন্য মহানগর কমিটির ব্যর্থতাকে দায়ী করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে। খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।

কেআই/ এমজে