ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি বিএনপির [ভিডিও]  

প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

খুলনায় সিটি নির্বাচনে নতুন কৌশলে সরকার ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সঙ্গে সুষ্ঠ নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় কমিশন পুনর্গঠনের দাবি করেন  বিএনপির এই নেতা। সকালে যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা করে বিএনপি। পরে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। খুলনা সিটি নির্বাচনে সাধারন মানুষ ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বর্তমান কমিশন ভেঙ্গে দিয়ে পূর্নগঠনের দাবী করেন তিনি।

খালেদা জিয়া মূল মামলায় জামিন পেলেও রাজনীতি থেকে দূরে রাখতে অন্য মামলায় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়।

ভিডিও: 

     

এসি