ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

‘রমজানে অপ্রীতিকর ঘটনা রোধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত’ 

প্রকাশিত : ১১:২৪ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০২ পিএম, ২১ মে ২০১৮ সোমবার

রমজান নির্বিঘ্নে পালন করতে প্রতিবছরের মতো এবারও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধকতা ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শেষে তিনি এ কথা জানান।    

তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।

মন্ত্রী আরোও বলেন, সারা বিশ্বে প্রায় ৬৫ কোটি জনগণ প্রতিবন্ধিতায় আক্রান্ত। প্রতিবন্ধী জনগণকে মূলধারায় তুলে আনতে পারলে এর সুফল পাওয়া সম্ভব। এই বিপুল জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকাণ্ডের মূল ধারার বাইরে রেখে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা কঠিন।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজ্জামেল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক আলী আহমেদ খান প্রমুখ।

এমএইচ/এসি