ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

ঝড় তুলে আউট হলেন সাকিব

প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৫৯ পিএম, ২৭ মে ২০১৮ রবিবার

ব্যাটে ঝড় তুলে আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। ১৫ বলে মাত্র ২৩ রান করে আউট হয়ে যান সাকিব। এ মুহুর্তে সানরাইজার্স হায়দরাবাদ ৪ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে।   

এর আগে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷ টস নিয়ে একপ্রস্থ মজাদার নাটক দেখল ওয়াংখেড়ে৷ টস করেন ধোনি৷ উইলিয়ামসনের কল ছিল টেল৷ কয়েন গড়িয়ে যায় অনেকটা দূরে৷ ম্যাচ রেফারি অন্ডি পাইক্রফট পরীক্ষা করে জানান হেড পড়েছে৷ সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর ধোনিকে জিজ্ঞাসা করেন, ‘হেড কার কল ছিল, তোমার?’ ধোনির উত্তর, ‘না, উইলিয়ামসন টেল বলেছে৷’ মঞ্জরেকর বুঝতে না পেরে পুনরায় জিজ্ঞাসা করেন ধোনিকে, ‘হেড তোমার কল ছিল?’

উইলিয়ামসনকে দেখিয়ে ধোনির আবার উত্তর, ‘না, ওর কল ছিল টেল৷’ শেষে মঞ্জরেকর জিজ্ঞাসা করেন মাহিকে, ‘তুমি টসে জিতেছ?’ এবার ধোনির উত্তর ‘হ্যাঁ’৷ ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালেও খানিকটা এমনই নাটক দেখা গিয়েছিল৷ গোটা ঘটনায় অপ্রস্তুত দেখায় উইলিয়ামসনকে৷ কেননা, যতবার ধোনি বলেন যে উইলিয়ামসন টেল বলেছেন, ততবারই মাইক্রোফোন নিয়ে উইলিয়ামসনের কাছে চলে গিয়েছেন মঞ্জরেকর এবং লাজুক মুখে হায়দরাবাদ অধিনায়ক ধোনিকে দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করেছেন যে, টস জিতেছে মাহি৷

দু’বছরের নির্বাসন পর্ব কাটিয়ে আইপিএলে ফিরেই খেতাবি লড়াইয়ে চেন্নাই সুপার কিংস৷ সাতবার ফাইনালে উঠে তৃতীয় খেতাবের লক্ষ্যে মাঠে নামছে ধোনিবাহিনী৷ অন্যদিকে দ্বিতীয়বার খেতাবি লড়াইয়ে জায়গা করা সানরাইজার্স হাদরাবাদ মরিয়া দু’নম্বর আইপিএল ট্রফি ঘরে তুলতে৷ চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ ও ২০১১ মরশুমে৷ সানরাইজার্স খেতাব জিতেছে ২০১৬’য়৷ এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে দু’দল৷

হায়দরাবাদ দল: শিখর ধাওয়ান, শ্রীবৎস গোস্বামী, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, দীপক হুডা, ইউসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা৷

চেন্নাই দল: শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি৷

প্রথম একাদশে বদল করেছে দু’দলই৷ চেন্নাইয়ে হরভজনের বদলে খেলছেন করণ শর্মা৷ হায়দরাবাদ রিজার্ভ বেঞ্চে পাঠিয়েছে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও পেসার খলিল আহমেদকে৷ দলে ফিরেছেন শ্রীবৎস গোস্বামী ও সন্দীপ শর্মা৷ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য বাদ পড়লেন ঋদ্ধি৷ ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন ঋদ্ধিই৷

এমএইচ/এসি