ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সরকার কাউকে জোর-জবরদস্তি করে ভোটে আনবে না : কাদের

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৪৯ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি (দলের চেয়ারপারসন) খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না এলেও তা থেমে থাকবে না। সরকার কাউকে জোর-জবরদস্তি করে ভোটে আনবে না।
ঈদকে সামনে রেখে আজ বুধবার গাবতলীতে আকস্মিক পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কিভাবে নির্বাচনে আসবে এটা তাদের বিষয়। তাছাড়া, খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি, আদালত পাঠিয়েছেন। খালেদা কারাগারে থাকবেন নাকি বাইরে থাকবেন এটাও আদালতের বিষয়। খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে না এলে সরকার তাদের জোর-জবরদিস্ত করে নির্বাচনে আনবে না। এ দায়িত্ব আমাদের না। বিএনপির অধিকার এটা।
সড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কিছু ফিটনেসবিহীন গাড়ির জন্য সবাই কষ্ট দিতে পারি না, এসব গাড়ির জন্য প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/ এআর .