ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

১০ম শ্রেণীর ছাত্রের কৃতিত্ব

ভাঙা ঘড়ি-মোবাইল যন্ত্রাংশ দিয়ে ড্রোন নির্মাণ (ভিডিও)

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:১০ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

মৌলভীবাজারে দশম শ্রেনীর ছাত্র কিবরিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ড্রোন। উদ্ভাবন করেছে পানি থেকে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়া। এলাকায় কিবরিয়া পরিচিতি পেয়েছে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে।

দেয়াল ঘড়ি ও মোবাইলের ভাঙা যন্ত্রাংশ, ছাতার ভাঙা অংশ, প্লাস্টিকের বোতল, নষ্ট টেলিভিশনের সেন্সর, খেলনা গাড়ি এবং পুতুলের মোটর ও সার্কিটসহ বিভিন্ন ফেলনা সামগ্রী দিয়ে ড্রোন তৈরি করেছে ক্ষুদে বিজ্ঞানী কিবরিয়া।

ড্রোনটির সাথে সে সংযুক্ত করেছে একটি সোলার। আকাশে উড়ার সময় এর মাধ্যমে ড্রোনটি নিজে নিজেই চার্জ নিতে পারবে। এতে সংযুক্ত করেছে মেটাল ডিটেক্টরও।

স্কুলের আর্থিক সহায়তায় ও দুই সহপাঠীর সহযোগিতায় বিজ্ঞানমেলায় প্রথম পুরস্কার জিতে নেয় কিবরিয়ার ড্রোনটি।

ড্রোন ছাড়াও কিবরিয়া আবিষ্কার করেছে বিদ্যুৎ উৎপাদনের কৌশলও।

প্রয়োজনীয় সুযোগ পেলে কিবরিয়া একদিন বড় বিজ্ঞানী হতে পারবে, আশা তার শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীদের।

প্রত্যন্ত জনপদে লুকিয়ে থাকা কিবরিয়ার মতো প্রতিভাদের খুঁজে বের করতে ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার।