ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

(ভিডিও)

প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে একদল তরুন

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১ জুন ২০১৮ শুক্রবার

নওগাঁয় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আশার আলো’ নামে একটি প্রতিষ্ঠান। স্থানীয় অছিম উদ্দিন নিজ উদ্যোগে গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি। আর সেখানে সেচ্ছায় শ্রম দিচ্ছেন একদল তরুন। শিক্ষিত করে গড়ে তুলছেন অবহেলিত শিশুদের।

স্বাভাবিক শিশুর মতো শিক্ষা গ্রহনের সুযোগ পায়নি সোহেল রানা। ১৫ বছর বয়সে এখন সে আশার আলো বিদ্যালয়ে। সহপাঠিদের সঙ্গে পড়ালেখা আর বিনোদনে ব্যস্ত সময় কাটে তার। শিক্ষার সুযোগ পেয়ে উজ্জল ভবিষ্যতের স্বপ্ন দেখছে সোহেল।

ছোট্ট বিদ্যালয় ’আশার আলো’। এখানে শিক্ষার সুযোগ হয়েছে সোহেলের মতো আরো ৩৫ জনের। এতে খুশি শিক্ষার্থী আর অভিভাবকরা।

প্রতিবন্ধীদের জন্য নওগাঁয় একমাত্র প্রতিষ্ঠান আশার আলো। কিন্তু নানা সমস্যা নিয়ে চলছে বিদ্যালয়টি। বিনা বেতনেই শিক্ষাদান করছেন ১২ জন শিক্ষক।

সমাজে অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়নসহ সুযোগ সুবিধা বাড়াতে সহযোগিতা চাইলেন বিদ্যালয়ের উদ্যোক্তা।

প্রসঙ্গত, ২০১৬ সালে শহরের উকিলপাড়া মহল্লায় চালু করা হয় অটিষ্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের বিদ্যালয় ’আশার আলো’।

একে//