ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

১৩তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত  

প্রকাশিত : ১১:৪২ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার

নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোখলেসুর রহমান (২৩) , মনিরুল ইসলাম (৪০) ও মো. সাইদুর (৩৫)।    

ভবনের সুপারভাইজার জামাল হোসেন ও নিহতদের সহকর্মী নুর ইসলাম জানান, ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশে নির্মাণাধীন কনকর্ড টাওয়ারের ১৩ তলার বাইরের পাশে কাজ চলছিল। সেখানে মাচা বেঁধে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এক পর্যায়ে মাঁচা ভেঙে তিনজনই নিচে পড়ে যান।

তারা আরোও জানান, পরে যাওয়ার পর গুরুতর অবস্থায় মোখলেসুর ও মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত অন্য শ্রমিককে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৬টার পর তিনিও মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।   

এমএইচ/এসি