ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা ছাড়ছেন নগরবাসী, যানজট-বৃষ্টিতে দুর্ভোগ (ভিডিও)

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০২:০১ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। তবে যাত্রাপথে শুরু হয়েছে বিরম্বনা। টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া কোনাবাড়ি এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা অংশে ১২ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট।

কিছুটা যানবাহনের লম্বা সারি রয়েছে কোনাবাড়ি এলাকায়। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে যানবাহনের সঙ্কট। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।

গাড়ীর বাড়তি চাপ এবং অপ্রশস্ত রাস্তার কারণে এ যানজট তৈরি হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছেন তারা।

এদিকে, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৭শ গাড়ী। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সাড়ি দীর্ঘ হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় গাড়িতে অপেক্ষা আর ফেরি ছাড়তে বিলম্ব হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।