ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

শেষ মুর্হুতে ঈদের কেনাকাটা রাতভর জমজমাট(ভিডিও)

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

শেষ মুর্হুতে রাতভর জমজমাট ঈদের কেনাকাটা। পাড়া-মহল্লা থেকে শুরু করে উপচেপড়া ভিড় ছিলো রাজধানীর বিপনীবিতান-শপিংমলগুলোতে। ঈদ ঘনিয়ে আসায় বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। 

রাজধানীর নিউ মার্কেট। হরেকরকম পণ্যের সমাহারে সবসময়ই ক্রেতাদের পছন্দের তালিকায় উপরেই থাকে এই মার্কেট। ঈদের কেনাকাটায় কিছুটা কম দামে পছন্দের পোশাক পেতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই।

দিনের কর্মব্যস্ততা শেষে রাতের বেলা অনেকেই এসেছেন বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। বাহারী আর ঝলমলে পোশাকেই বেশি আগ্রহ তাদের।

তবে বেচাবিক্রি নিয়ে দোকানীদের আছে মিশ্র প্রত্রিক্রিয়া। 

শেষ মুহুর্তের কেনাকাটার সুযোগে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের।

ঈদে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে রাতেও কেনাকাটায় ব্যস্ত সময় পার করে নগরবাসী।