ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শহীদ বুদ্ধিজীবীর ছেলের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৪১ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীর খিলগাঁও রেললাইন থেকে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের বিচ্ছিন্ন দেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সকালে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইনে তার দ্বিখণ্ডিত মরদেহ পাওয়া যায়। 

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ‘আনুমানিক সকাল ১০টার আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রেললাইন ঘেঁষেই সুমন জাহিদের লাশ পড়ে ছিল। আমরা ধারণা করছি, ট্রেনের চাকা তার গলার ওপর দিয়ে গেছে। তবে কোন ট্রেন তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’

সুমন জাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ছিলেন। 

জানা গেছে, সুমন জাহিদ ফারমার্স ব্যাংকের শান্তিনগর শাখার সেকেন্ড অফিসার ছিলেন। রাজধানীর উত্তর শাজাহানপুরে থাকতেন সুমন জাহিদ। তার গ্রামের বাড়ি ফেনী।
সুমন জাহিদের স্ত্রী টুইসি ও তাদের সংসারে আছে দুই সন্তান। সুমন জাহিদের বাবার নাম জাহাঙ্গীর খণ্ডলী।