ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভীড় [ভিডিও]

প্রকাশিত : ১১:৩৭ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪০ পিএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভীড়। কয়েকটি ট্রেন সময়মতো ছেড়ে না যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

সড়কপথেও গন্তব্যে ছুটছে মানুষ। পরিবহন শ্রমিকরা মহাসড়কে যানজট থাকার কথা বললেও, সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, বৃষ্টিপাত না হলে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

নির্ধারিত সময়ে প্লাটফর্মে আসেনি ট্রেন। তাই কমলাপুর রেল স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার প্রহর গুণতে হয় উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেনের যাত্রীদের।

ট্রেন আসার সঙ্গে সঙ্গেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বগি। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠেন ট্রেনের ছাদে।

বাড়ীতে ফেরার খুশির ঝিলিক ছিলো সবার চোখে মুখে। টিকিট কাটা থেকে ট্রেনে ওঠা পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়া শেষে ছাড়লো ট্রেন। এ যেন অন্য রকম এক আনন্দ।

এদিকে বিভিন্ন টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী বাস। পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ।

সড়কে যানজটের কারণে দুর্ভোগের কথা জানালেন পরিবহন শ্রমিকরা।

মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

সদরঘাট থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চ।