ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

সুয়ারেজের গোলে সৌদির বিদায়

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার

আগের ম্যাচে পর্তুগালের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। এবার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে বিদায় নিতে হচ্ছে এশিয়ার আরেক দেশ সৌদি-আরবকে।

উরুগুয়ের কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রদ্রিগো বেনটাকার ও নাহিতান নান্দেজ অন্যতম। পুরো টুর্নামেন্টজুড়ে উরুগুয়ের প্রাণভোমরা হয়ে আছেন লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ২৩ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত উরুগুয়ে তাদের লিড ধরে রাখায় ১-০ গোলে শেষ হয় উরুগুয়ে-সৌদি আরব ম্যাচ।

খেলার ২২ মিনিটে কর্নার পায় উরুগুয়ে। এসময় কর্নারের শট প্রতিহত করতে সৌদি গোলকিপার গোল লাইন ছেড়ে বেরিয়ে আসলে বল গিয়ে ঠেকে সুয়ারেজের পায়ে। সঙ্গে সঙ্গে তা জালে জড়িয়ে দিয়ে উরুগুয়েকে লিড এনে দেয় সুয়ারেজ। এ জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো কাভানিরা। অন্যদিকে ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সৌদি আরব।

এমজে/