ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

রেল লাইনে বসছে বাজার, বাড়ছে মৃত্যু ঝুঁকি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

রাজধানীর বিভিন্ন স্থানে রেললাইনের দু-পাশের জমি দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজারসহ অবৈধ স্থাপনা।

জুরাইন, খিলগাঁও, কাওরান বাজারের কিছু স্থানে রেললাইনের স্লিপারের উপরই বসে কাঁচাবাজার। জনসচেতনতার অভাবে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন চলে বেচাকেনা।

রেলমন্ত্রী বলছেন, উচ্ছেদ অভিযান চালানো হলেও, কয়েকদিনের মধ্যে আবার দখল হয়ে যায়।

রেলওয়ে পুলিশের হিসাব মতে, গেলো বছর রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিনশ’ ৪৭ জন। দুর্ঘটনার বেশিভাগই ঘটেছে রেল লাইনের উপর দিয়ে অবৈধভাবে যাতায়াত এবং অসাবধানতার কারণে।

রাজধানীর জুরাইনে রেল লাইনের দু-পাশ দখল করে, এমনকি স্লিপারের উপর পর্যন্ত বসছে কাঁচাবাজার।

ট্রেন আসলে জীবনের ঝুঁকি নিয়ে পণ্য সামগ্রী সরিয়ে নেন দোকান মালিকরা। সেই সঙ্গে ছোটাছুটি শুরু হয় ক্রেতাদের। এমন দৃশ্য প্রতি ঘন্টায় একবার করে দেখা যায় জুরাইন রেল ক্রসিং এলাকায়।

শুধু জুরাইনই নয়, খিলগাঁও, কাওরানবাজারসহ বিভিন্ন স্থানে রেলের জমি দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা। এ’সব স্থানেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা।

নিয়ম অনুসারে রেল লাইনের দু-পাশের ১০ ফুট জায়গায় কোনো স্থাপনা রাখা যাবে না। কিন্তু, নিয়মের তোয়াক্কা না করেই দখল হচ্ছে রেলের জায়গা।

রেলমন্ত্রী মুজিবুল হক বললেন, নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হলেও, অস্থায়ী দখলদাররা আবার ফিরে আসে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়ার কথাও জানান তিনি।