ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

৮৫ পাসপোর্টসহ এক মালয়েশিয়া প্রবাসী আটক

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৪৭ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

কাগজপত্রহীন অভিবাসী শ্রমিকদের ‘রি-হিয়ারিং’র মাধ্যমে বৈধ করার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।

সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি মিনি মার্কেটে বুধবারের এই অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে ৮৫টি পাসপোর্ট জব্দ এবং ১৬ হাজার ৬০০ রিঙ্গিত উদ্ধার করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, একটি কোম্পানির মালিকানাধীন ওই মিনি মার্কেট এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে রিন-হায়ারিং কার্যক্রম চালাচ্ছিল। নিবন্ধনের জন্য প্রত্যেক অবৈধ বিদেশি শ্রমিকের কাছ থেকে সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার রিঙ্গিত নেওয়া হয়। জব্দ করা পাসপোর্টগুলোর মধ্যে অধিকাংশই বাংলাদেশিদের বলে জানান তিনি।

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণের জন্য রি-হিয়ারিং নামে একটি প্রকল্প ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি চালু করে দেশটির সরকার।ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। এই সুবিধা নিয়ে যারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে।

আরকে//