ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

বিদ্যুতের খুঁটির কারণে ৪ বছর পরও যান চলাচল শুরু হয়নি(ভিডিও)

প্রকাশিত : ১১:০৮ এএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

বিদ্যুতের খুঁটির কারণে নির্মাণের চার বছর পরও যান চলাচল শুরু হয়নি রাজবাড়ী শহরের বড়পুল মোড় থেকে আনসার ক্যাম্প পর্যন্ত সড়কটিতে। পৌরসভা এবং বিদ্যুৎ বিভাগ জায়গার অভাবে খুঁটিগুলো সরাতে না পারায় কোন কাজে আসছে না দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি। ফলে, ভোগান্তিতে রয়েছে শহরবাসী।

নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী শহরের বড়পুল থেকে আনসার ক্যাম্প পর্যন্ত খাল ভরাট করে দুই কোটি ৮ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে পৌরসভা। তবে, চার বছর পরও যানবাহন চলাচল শুরু হয়নি সড়কটিতে।

ওয়েষ্ট পাওয়ার জোন কোম্পানির ৮টি বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে পড়ায় সরু হয়ে গেছে এটি। রিক্সা আর ব্যাটারিচালিত অটোরিক্সা কোনভাবে চলতে পারলেও, চলছে না অন্যান্য যানবাহন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ফুটপাতসহ দখল হয়ে যাচ্ছে সড়কের বিভিন্ন অংশ।

সরু রাস্তায় চলাচলের সময় মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এলাকাবাসী।

পৌর মেয়র জানালেন, দুই থেকে তিন মাসের মধ্যে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচলের ব্যবস্থা করা হবে।

আর, ওয়েষ্ট পাওয়ার জোন কোম্পানির প্রকৌশলী আমিনুর রহমান বললেন, জায়গার অভাবে খুঁটিগুলো সরানো যাচ্ছে না।

দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।