ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের আদেশ সুপ্রিম কোর্টের : মোজাম্মেল হক

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে। সেই বিষয়ে হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল হবে বলে মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের আদেশ কোটা সংস্কারে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আপিল বিভাগের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটা থেকে পূরণ করার সুযোগ থাকলেও ৩০ শতাংশ কোটা সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।

তিনি বলেন, এই আদেশ অগ্রাহ্য করে বা পাশ কাটিয়ে বা উপেক্ষা করে ভিন্নতর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এটা করা হলে তা আদালত অবমাননার শামিল হবে বলে আমি মনে করি।

মোজাম্মেল হক বলেন, সরকারের গঠিত কমিটি (কোটা পর্যালোচনা কমিটি) এ ব্যাপারে সচেতনতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। এ বিষয়ে আদালতের রায়ের কপি আজ কমিটির কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতের সরকার কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যারা কোটা পদ্ধতির সংস্কার কিংবা বাতিল নিয়ে কাজ করছেন।

/ এআর /