ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বহিরাগতদের সুরক্ষা দিতেই ঢাবিতে নিরাপত্তা চৌকি: তানজীম উদ্দীন খান

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০১:৪১ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চৌকি বসানোর উপাচার্যের ঘোষণার কড়া সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজীম উদ্দীন খান। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী এই অধ্যাপক বলেছেন, বিশ্ববিদ্যলয় প্রশাসন কতটা অথর্ব। তারা একদিকে শিক্ষার্থীদের জঙ্গি বলে অবিহিত করছে অন্যদিকে বাহিরগতদের নিরাপত্তা দিতে চৌকি বসানো হচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না।

আজ বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভরনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন। বিভিন্ন বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষকও এতে একাত্মতা প্রকাশ করেন।

তানজীম উদ্দীন খান বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশে ঠেকাতে নিরাপত্তা চৌকি বসানো হবে।

এদিকে মানববন্ধন অংশ নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুতফা বলেন, কোটা হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মমলা প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

সাদিয়া নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাসে আমরা নিরাপদ নই। মনে হয় কখন জানি হামলার শিকার হই। বিশ্ববিদ্যালয় প্রাসশনকে জানাতে চাই যারা সাধারণ শিক্ষার্থী দের উপর হামলা করছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।

টিআর / এআর /