ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

চার দিন পর স্থপতি নবীনের খোঁজ মিলল খুলনায়

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৮ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার

চারদিন আগে ঢাকা থেকে ‘নিখোঁজ’ হওয়া স্থপতি মাহফুজ নবীনকে খুলনায় পাওয়া গেছে। বুধবার রাত ৩টার দিকে তাঁকে মাইক্রোবাস থেকে খুলনার খালিশপুর এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। তাঁর স্ত্রী জান্নাতুল এশা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এশা জানান, উদ্ধার করার সময় নবীনের চোখ বাঁধা ছিল। পরে নিজেই চোখ খুলে বুঝতে পারে কোথায় আছে। খুলনায় ওর এক বোনের বাসা আছে। আপাতত সেখানে গেছে।

তবে কারা মাইক্রোবাসে করে নবীনকে খুলনায় নিয়ে গেছে- গত চারদিন তিনি কোথায় ছিলেন- এসব বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এশা।

তিনি বলেন, নবীন ঠিকমত হাঁটতে পারছে না। পা আর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার সঙ্গে খুব অল্প সময় কথা হয়েছে। শরীর এতোটাই খারাপ যে কথা বলতে পারছে না ঠিকমত।

আবাসন নির্মাতা কোম্পানি শেলটেকের স্থপতি নবীন পরিবার নিয়ে থাকতেন ঢাকার ভাষানটেকে। গত রোববার সকালে কলাবাগানে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ নিয়ে ভাষানটেক থানায় একটি জিডিও করা হয়।

/ এআর /