ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

আমাকে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া হয়নি: এরশাদ

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাকে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে দেওয়া হয় নি। আমার সময়ে ৩৭০ দিন হরতাল করা হয়েছে।  

আজ শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমার কোনো অ্যাডভাইজার ছিল না। আমি নিজের মেধা ও বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছি। মানুষের কল্যানে কাজ করেছি। ক্ষমতার বিকেন্দ্রিকরণ করেছিলাম। উপজেলা-জেলা পরিষদ গঠন করে জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দেওয়ার চেষ্টা করেছি।

এরশাদ বলেন, আমি উন্নয়ন দিয়ে জনগণের মন জয় করেছিলাম। মানুষ আমাকে আজও ভালোবাসে। আমি সেটা অনুভব করি।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা যেন না হয় সেটি নিশ্চিত করার আহবান জানান সাবেক সাবেক এ রাষ্ট্রপতি। বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষ শিক্ষার্থীদের শিখিয়ে দেয়নি। দেশবাসীই তাদের  সমর্থন দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত তাদের দাবি কার্যকর না করে বরং শিক্ষার্থীদের দমনের যে চক্রান্ত করা হচ্ছে তা দুঃখজনক। এ সময় সড়ক মহাসড়কে যানবাহন না চললেও  নিরাপদ সড়কের দাবিকে পরিবহন  শ্রমিকদের কাছে  মাথানত না করারও পরামর্শ দেন  এরশাদ।

/ এআর /