ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ম্যাচ সেরা হয়ে তামিম যা বললেন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৫ আগস্ট ২০১৮ রবিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে সমতা এনেছে টাইগাররা। ১২ রানের দুর্দান্ত এ জয়ের মাধ্যমে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। রোববার টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

পরে ১৭২ রানের টার্গেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট-ইন্ডিজ ৯ ইউকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। এর ফলে ১২ রানে হেরে যায় তারা।

এদিন ব্যাটে-বলে দারুণ ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৬০ রানের ইনিংস খেলার পর বল হাতে দুই উইকেট নেন এ অলরাউন্ডার।

তবে ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি এই টাইগার ওপেনার ৪৪ বলে ৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। এই দুইজনের চতুর্থ উইকেট জুটিতে করেছেন ৯০ রান।

জয়ের পর তামিম বলেন, ‘আমি চেষ্টা করেছি শুরুতে ধরে খেলে পরে রান তুলতে। সাকিব আত্মবিশ্বাসী একটি ইনিংস খেলেছে। শুরুতেই কিছু বাউন্ডারি আসাতে জুটি গড়া সহজ হয়ে গেছে।’

পরের ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ এ ম্যাচ জয়ের ফলে তাদের চেয়ে আমাদের আত্মবিশ্বাস বেশি থাকবে।

তিনি আরও বলেন, ক্রিকেট খেলাটাই এমন। কাল আবার নতুন করে খেলা হবে। একটা ম্যাচ জিতে গেছি বলে কালও যে জিতে যাব এমন না। শুরু থেকেই আমাদের শুরু করতে হবে। যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।’

 

এমএইচ/ এসএইচ/