ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সার্ভার সমস্যা : ট্রেনের টিকেট বিক্রি ফের শুরু

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০২:১০ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

সার্ভার সমস্যার কারণে কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি এক ঘণ্টার জন্য বন্ধ ছিল। শুধু কমলাপুর নয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও একই সমস্যা দেখা দেওয়ায় সেখানেও এক ঘণ্টা টিকেট বিক্রি বন্ধ ছিল।

জানা যায়, শনিবার সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হওয়ার পর সকাল ১০টা ২৩ মিনিটে সার্ভারে সমস্যা দেখা দেয়। ফলে এ সময় টিকেট বিক্রি বন্ধ রাখা হয়। তবে এক ঘণ্টা পর সার্ভার ঠিক হওয়ায় আবার টিকেট বিক্রি শুরু হয়েছে।

এদিকে টিকিটের আশায় কমলাপুর রেলস্টেশনে ভিড় করে আছেন টিকেট প্রত্যাশীরা। আজ শনিবার বিক্রি হচ্ছে ২০ আগস্টের টিকেট। অগ্রিম টিকেট পেতে গতকাল রাত থেকেই অনেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। বিগত তিন দিনের তুলনায় আজ টিকেট প্রত্যাশী মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি।

প্রসঙ্গত, এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে। ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল ৮টায় প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হয়, চলবে আগামীকাল রোববার পর্যন্ত। এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।

একে//