ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:০৪, ১৪ জানুয়ারি ২০১৮

অধিভুক্ত সাত কলেজের ‘অধিভুক্তি’ বাতিলের দাবিতে অান্দোলনে নেমেছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। গত বৃহষ্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এ অান্দোলন আজ দ্বিতীয় দিনের মতো চলছে। সকাল ১১ টায় অান্দোলনকারী শিক্ষার্থীরা দাবি আদায়ে উপাচার্য ড. অাক্তারুজ্জামানক স্মারকলিপি প্রদান করেন।
 
অান্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সর্বত্র নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে অন্যায় সুবিধা গ্রহণ করছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হওয়ার অাশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, তাদের এ উদ্ভট আচরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিব্রতবোধ করছে বলেও দাবি তাদের। তাই শিগগিরই ওই সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান তারা। 
 
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ অাক্তারুজ্জান- এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “দেশের শিক্ষাব্যবস্থার ‘ব্যালেন্স’ ঠিক রাখতেই বিশ্ববিদ্যালয় এ দায়িত্ব নিয়েছে। প্রত্যেক ক্যাম্পাস অালাদা, সুযোগ সুবিধাও আলাদা। হয়তো কিছু ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। তা আমরা সমাধান করে দেব।”
 
উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ঘোষণা করা হয়। ওই কলেজগুলো হলো- কবি নজরুল কলেজ, তীতুমীর কলেজ, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারী বাংলা কলেজ ও তেজগাঁও কলেজ।
 
এএ/এমজে

Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি