ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

অনন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:৩৮, ৩ এপ্রিল ২০১৮

কেউ অঙ্কন করেছেন দেশের জাতীয় পতাকা। কেউবা অঙ্কন করেছেন অজগরের মতো নদীর পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চিরসবুজ গ্রাম। আবার কেউ এঁকেছেন মুক্তিযুদ্ধের সেই ভয়াল গণহত্যার চিত্র। তবে স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণে কোন রেষারেষি ছিল না। ছিল বাঁধভাঙ্গা উল্লাসের চিত্র।

আজ মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে হোটেল সারিনা ঢাকার অটিজম শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় প্রায় ৪০ বিশেষ শিশু ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। চিত্রাঙ্কন ছাড়াও খেলাধুলা ও ছবি তোলার আয়োজন করে হোটেল সারিনার কর্মকর্তারা।

দিনটি রাঙ্গায়িত করার জন্য বিশেষ শিশুদের জন্য ছিল মজাদার সব খাবার। পুরস্কার আয়োজক হিসেবে ছিল একমি এবং বেঙ্গল রাইস । এই প্রথম কোন ৫ তারকা হোটেল অর্টিজম শিশুদের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রসঙ্গে হোটেল সারিনা ঢাকার চেয়ারপার্সন বলেন এই সব বিশেষ শিশুদের জন্য এই ধরণের বিশেষ আয়োজন করতে পেরে হোটেল সারিনা আনন্দিত। আজীবন এই বিশেষ শিশুদের পাশে হোটেল সারিনা থাকবে বলেও জানান তিনি।

প্রেসবিজ্ঞপ্তি
এমজে/;


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি