ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অবশেষে সাকিবের হাফ সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:০১, ৫ আগস্ট ২০১৮

অবশেষে হাফ সেঞ্চুরি খরা কাটলো সাকিবের। প্রায় আড়াই বছর পর (দুই বছর ৪ মাস ১৯দিন) আবারও একটি হাফ সেঞ্চুরির দেখা মিললো তার ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এসে অবশেষে ৫০ রানের গণ্ডি পার হলেন সাকিব। শেষ পর্যন্ত তিনি আউট হন ৬০ রান করে।

৪৮ রানে দ্রুত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। তামিম ইকবালের সঙ্গে গড়েন ৯০ রানের অনবদ্য এক জুটি। ৭৪ রান করে তামিম আউট হয়ে যাওয়ার পর সাকিব দলকে টেনে নিয়ে যান। এরই মধ্যে মাত্র ৩০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৮টি বাউন্ডারি এবং ১টি ছক্কায় হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান সাকিব।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গত প্রায় আড়ায় বছরে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও একটি হাফ সেঞ্চুরির দেখা মেলেনি। অবশেষে সেই খরা কাটলো।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি