ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অবৈধভাবে অর্থ উপার্জনে কোনো সুখ নেই : জাফর ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫২, ৯ ডিসেম্বর ২০১৭

অবৈধভাবে অর্থ উপার্জনে কোনো সুখ নেই বলে মন্তব্য করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আজ শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, দেশকে ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া যায়। অবৈধভাবে অর্থ উপার্জনে কোনো সুখ নেই।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজরা রেহাই পাবেনা। বিভিন্ন খাতের দুর্নীতিবাজদের ধরা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা হবে।

“আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই”-এই প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।

 

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি