ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা ভিন্ন পথে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৭, ১৯ এপ্রিল ২০১৮

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সপরিবারসহ অভিনয় জগতে যুক্ত। কিন্ত বচ্চনের প্রথম সন্তান শ্বেতা বচ্চন এই জগতের সঙ্গে যুক্ত হতে পারেনি। জানা যায়, বচ্চন পরিবারে অভিনয় ছাড়াও না কি আরও একটা অন্য রকমের ঐতিহ্য রয়েছে। আর সেই ঐতিহ্য হচ্ছে লেখকের কাজ।

সেই পথেই চমক দেখালেন বচ্চন বাড়ির মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। ঠাকুরদা হরিবংশ রাই বচ্চনের মতোই কাগজ-কলমকেই সঙ্গী করলেন শ্বেতা। 

তিনি চাইলেই অভিনেত্রী হতে পারতেন। কেননা শ্বেতার বাবা বচ্চন, মামা জয়া, ভাই অভিষেক, বউদি ঐশরিয়া সবাই অভিনয় জগতে। সেক্ষেত্রে শ্বেতারও অভিনয় জগতেই থাকার কথা। কিন্তু শ্বেতা নিজেই এই জগতের সঙ্গে যুক্ত হতে চাননি। তিনি লেখিকা হতে চেয়েছিলেন। ছোটবেলা থেকেই তার এই পথে আসার স্বপ্ন ছিল এবং স্বপ্ন সফল করেই ছাড়লেন। তার প্রথম উপন্যাস ‘প্যারাডাইস টাওয়ারস’। প্রকাশক সংস্থার সঙ্গে এ বিষয়ে চুক্তি প্রায় হয়ে গেছে। তার এই প্রথম উপন্যাস প্রকাশিত হবে ২০২০ সালে।

শ্বেতা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই উপন্যাসের ভাবনাটা হঠাৎই একদিন সকালে ঘুম থেকে উঠে মাথায় এসছিল। তবে এমন লেখার বাসনা আমার পক্ষে অবাক হওয়ার কিছু নয়। আমি আসলে এক গল্প বলিয়ে পরিবারের সদস্য। একেবারে ছেলেবেলা থেকেই বাড়িতে নিজেদের মনের ভাবনা লেখার স্বাধীনতা পেয়েছি।’

প্রকাশকের সঙ্গে চুক্তি হয়ে যেতেই টুইট করে মেয়েকে বড় স্বীকৃতি দিয়েছেন বাবা অমিতাভ। তিনি লিখেছেন, ‘আমি সব থেকে গর্বিত বাবা, আমার মেয়ে সেরা এবং সর্বশ্রেষ্ঠ।’

নিজের ইনস্টগ্রাম ও ফেসবুক পেজেও একই কথা পোস্ট করে বিগ বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ) নিজের কবি বাবার কথা স্মরণ করে লিখেছেন, ‘হরিবংশ রাইয়ের উত্তরসূরি মিলে গেল তার পরিবারে।’

তথ্যসূত্র : এবেলা।

কেএনইউ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি