ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অসুস্থ মনিবকে অ্যাম্বুলেন্সে হাসপাতাল নিয়ে গেল পোষা কুকুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:২০, ১৬ আগস্ট ২০১৮

পোষ্যর তালিকার শুরুতে প্রথমে আসে কুকুরের নাম৷ কুকুর কমবেশি ভালবাসেন সবাই৷ কুকুরের প্রভুভক্তির কথা তো জানেন প্রত্যেকেই৷ তাই তা নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ নিজের মালিকের জন্য একটি কুকুর যে কী কী করতে পারে, তা আরও একবার দেখলেন সবাই৷ চীনের সারমেয়র প্রভুভক্তির কাহিনি এখন নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে৷ সবাইকে পিছনে ফেলে ওই কুকুরটির কথাই এখন নেটিজেনদের মুখে মুখে ঘুরছে৷

চীনের ছোট্ট এক শহর ডেকিং৷ ওই শহরের বাসিন্দা এক নারীর পরিবারের সদস্য বলতে একটি সারমেয়৷ দিনকয়েক ধরে অসুস্থ হয়ে ছিলেন তিনি৷ শারীরিক অসুস্থতা নিয়েই নিজের সারমেয়কে নিয়ে রাস্তায় বেড়িয়েছিলেন ওই নারী৷ তাতেই ঘটল বিপত্তি৷ কুকুরকে নিয়ে রাস্তায় বেরিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি৷ মাথা ঘুরে রাস্তায় লুটিয়ে পড়েন ওই নারী৷ অচৈতন্য হয়ে পড়েন৷ চোখের সামনে নিজের কাছের মানুষকে অসুস্থ হয়ে পড়তে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দেয় সারমেয়টি৷ চিৎকার করে লোকজন জড়ো করে সে৷ আশেপাশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে মাটি থেকে তোলার চেষ্টা করেন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল টিম৷ অসুস্থ নারীকে অ্যাম্বুল্যান্সে তোলার তোড়জোড় শুরু হয়৷ নিজের মনিবকে অ্যাম্বুল্যান্সে তুলতে দেখে আরও উদগ্রীব হয়ে পড়ে সারমেয়৷ নারীর জ্ঞান ফেরানোর চেষ্টা করে ওই অবলা প্রাণী৷

নিয়ম অনুযায়ী, অ্যাম্বুল্যান্সে কোনও পোষ্যকেই উঠতে দেওয়া হয় না৷ কিন্তু এক চিকিৎসক জানান, কুকুরটি কিছুতেই মালকিনকে অচৈতন্য অবস্থায় অ্যাম্বুল্যান্সে তুলতে দিচ্ছিল না৷ এছাড়া মনিবকে সুস্থ করার জন্য ওই সারমেয়র অক্লান্ত চেষ্টা দেখেও অবাক হয়ে যান মেডিক্যাল টিমে থাকা প্রত্যেকেই৷ তাই এক প্রকার বাধ্য হয়েই অ্যাম্বুল্যান্সে সারমেয়টিকে তোলার সিদ্ধান্ত নেন তারা৷ নারীর জ্ঞান ফেরাতে কুকুরের এই কীর্তিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

মেডিক্যাল টিমে থাকা প্রত্যেকের মতো নেটিজেনরাও কুকুরের কারসাজির প্রশংসা না করে থাকতে পারছেন না৷ প্রাথমিক চিকিৎসার পরই সুস্থ হয়ে যান ওই নারী৷ জ্ঞান ফেরার পরই নিজের পোষ্যকে জড়িয়ে ধরেন তিনি৷ চোখের পানিও আর ধরে রাখতে পারেননি৷       

সূত্র: সংবাদ প্রতিদিন

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি