ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার মন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

সুপার হিরো সিনেমার শুটিংয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাকিব খান বুবলী। আর সেখানে শুটিংয়ের অনুমতি দেওয়ায় দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি।

গত মঙ্গলবার রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনে তাঁর নিজ কার্যালয়ে শাকিব খানকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজ্যের সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জামান, চলচ্চিত্র প্রযোজক রেমন্ড সোলায়মান, চিত্রনায়িকা বুবলী, সুপার হিরো সিনেমার পরিচালক আশিকুর রহমান।

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘তারা অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

তিনি আরও বলেন, ‘সুপার হিরো সিনেমার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য তারা (দুই মন্ত্রী) আমাদের ধন্যবাদ জানিয়েছেন।’

শাকিব বলেন, ‘তারা বাংলাদেশের চলচ্চিত্রে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। মন্ত্রীর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছি। তার রুমের বইয়ের শেলফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি বই দেখতে পাই। আলাপের এক পর্যায়ে জানতে পারি, আমাদের জাতির পিতার ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।’

উল্লেখ্য, আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ সিনেমাতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, শম্পা রেজা প্রমুখ।

হার্টবিট কথাচিত্র প্রযোজিত সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি