ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আ. লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১৫ জুন ২০১৮

মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার। দেশের নানা শ্রেণি-পেশার ব্যস্ত নাগরিকরা ঈদ উদযাপন করতে ছুটে গেছেন পরিবারের কাছে। প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করবেন ঈদের আনন্দ।

রাজনীতিবিদরাও এর বাইরে নন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে নিজেদের ঈদের শিডিউল চূড়ান্ত করেছেন। তাদের কেউ কেউ ঢাকায়, কেউ বা নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আবার যারা ঈদের দিন এলাকায় থাকতে পারবেন না, তারা ঈদের আগে-পরে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদে ঢাকায় থাকছেন। তবে দলের বেশির ভাগ নেতা ঈদ উদযাপন করবেন নিজ নিজ নির্বাচনি এলাকায়। প্রধানমন্ত্রী গত ২ জুন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফর করে এসেছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) নিজের নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। ঈদের নামাজের পর প্রতিবছরের মতো সকালে তিনি আওয়ামী লীগসহ রাজনৈতিক দলের নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু হবে সকাল ৯টায়।

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ থাকায় এবার নিজ এলাকায় যেতে পারবেন না। ফলে তাকে ঢাকাতেই ঈদ করতে হচ্ছে। প্রতিবারের মতো এবারও নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করবেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। এরই মধ্যে তিনি নিজের এলাকা ঝালকাঠির মানুষের সঙ্গে দেখা করে এসেছেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনি এলাকা ভোলায়।

সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবার নিজ এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে যাচ্ছেন না। তিনি ঢাকায় ঈদ করবেন। নাসিম সাধারণত কোরবানিতে নিজ এলাকায় গিয়ে থাকেন। তবে ঈদের আগে ও পরে এলাকায় গিয়ে তিনি মানুষের সঙ্গে দেখা করেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ঈদ করবেন ঢাকায়। ঈদ উপলক্ষে তিনিও আগেভাগেই তার নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে দেখা করে এসেছেন। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্যও ঈদ করবেন ঢাকায়। ঈদের পর নির্বাচনি এলাকায় যাবেন তিনি।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। আর লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ঈদ করবেন ঢাকায়। ক্যান্টনমেন্ট মসজিদে নামাজ আদায় করে গণভবন ও বঙ্গভবনে যাবেন তিনি।
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্ল্যাহ ঈদ করবেন তার নির্বাচনি এলাকা ফরিদপুরে। গত ১০ দিন ধরে তিনি নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরবেন। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঈদ করবেন ঢাকায়। তিনিও ঈদের আগেই এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করে এসেছেন। ঈদের পরে তিনি আবারও এলাকায় যাবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডায় গিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলেও তিনি ঈদের পরে দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে রোজার মধ্যে বেশ কয়েকবার তিনি নিজ এলাকা কুষ্টিয়া ঘুরে এসেছেন। বিদেশ থেকে দেশে ফেরার পর আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ঈদ করবেন নিজের নির্বাচনি এলাকা ঢাকার মোহাম্মদপুরে। যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি নিজ এলাকা চাঁদপুরের মানুষের সঙ্গে ঈদ করবেন। এছাড়া, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানও ঈদ করবেন তার নিজ এলাকা ফরিদপুরের মানুষের সঙ্গে।

দলটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী শারীরিকভাবে অসুস্থ থাকায় ঈদে ঢাকায় থাকছেন। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুতিজ রায় নন্দী রোজার শুরু থেকেই নিজ এলাকা চাঁদপুরে যাওয়া-আসার মধ্যে আছেন। তিনি এবার নিজ নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে ঈদ করবেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এবং বন পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ঈদ করবেন ঢাকায়। আর সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ঈদের দিন সকালে ঢাকায় থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই চলে যাবেন নিজের এলাকা নেত্রকোনায়। ঈদের আগেও বেশ কয়েকবার তিনি এলাকায় গিয়ে ঘুরে এসেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর ঢাকায় ঈদ করবেন। তবে ঈদের দিন দুপুরেই তিনি যাবেন নিজ এলাকা কুমিল্লার দাউদকান্দি ও মেঘনায়।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও খালিদ মাহমুদ চৌধুরী এবার ঈদে ঢাকায় থাকছেন। তবে তারা তিন জনই ঈদের আগে নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে এসেছেন। ইফতার পার্টিসহ অংশ নিয়েছেন বেশ কিছু অনুষ্ঠানেও। ঈদের পরপরই ফের এলাকায় গিয়ে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তারা। এছাড়া, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করছেন আরেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমও। আরেক সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও ঈদ করবেন নিজ এলাকা চট্টগ্রামে। দলের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর নিজের এলাকায় যাওয়ার কথা রয়েছে তার।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি