ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আ.লীগ প্রার্থীকেই সমর্থন দেবে ১৪ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৬, ১৫ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই ১৪ দল সমর্থন দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সোমবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নাসিম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, ১৪ দল তাকেই সমর্থন দেবে।

১৪ দল ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমে কাজ করবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

সাংবাদিকদের প্রশ্নে এসময় বিএনপির সংলাপের দাবির বিষয়ে তিনি বলেন, সংলাপের প্রশ্নই ওঠে না।কিসের সংলাপ তাদের সঙ্গে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ নিয়ে চক্রান্ত হলে তা মোকাবিলার জন্য ১৪ দল প্রস্তুত আছে।

মন্ত্রী আরও বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সবকিছু স্পষ্ট করা হয়েছে।সংসদ ভাঙার যে দাবি বিএনপি করছে,তা সংবিধানবিরোধী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী,ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/ এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি