ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: আইজিপি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে ঘিরে জনমনে ভীতি দেখা দিয়েছে। এ ভীতির কথা উল্লেখ করে জনগণকে আশ্বস্ত করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

বুধবার বিকেলে পুলিশ সদর দফতরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার তথ্য পেলে ৯৯৯-এই ফোন নম্বারে যোগাযোগের জন্য বলেন তিনি।

তিনি বলেন, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী জননিরাপত্তা ও জনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা করে, তবে তা আইনগতভাবে মোকাবেলা করা হবে।

আগামীকালের পরীক্ষাকে সামনে রেখে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে সে সম্পর্কে আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হবে। আগামীকাল কিছু হবে না।

 

এমএমইচ/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি