ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আগাম নির্বাচন স্থগিতে ডাক: তুরস্কের নিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:১৮, ২৫ এপ্রিল ২০১৮

আগাম নির্বাচন স্থগিত করতে ইউরোপীয় কমিশনের দেওয়া ডাকের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। অভ্যন্তরীণ ইস্যুতে ইউরোপীয় কমিশনের নাক গলানোকে বাড়াবাড়ি বলেও দেখছি দেশটি। তুর্কী উপ-প্রধানমন্ত্রী বেকির বোজডাগ ইউরোপীয় কাউন্সিলের সমালোচনা করে বলেন, নির্বাচন বিষয়ে ইউরোপীয় কমিশনের মন্তব্য হস্তক্ষেপের শামিল।

গত মঙ্গলবার তুরস্কের জাতীয় নির্বাচন স্থগিতের আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের এ শাখাটি। তাদের দাবি, রাষ্ট্রীয় জরুরি অবস্থা থাকা অবস্থায় কোনো স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। ইউরোপী কমিশনের পর্যবেক্ষক সংস্থা এ আহ্বান জানায়। তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচন বন্ধের আহ্বান জানায় ইউরোপীয় নেতৃবৃন্দ।

তুর্কী উপ-প্রধানমন্ত্রী বেকির বোজডাগ বলেন, ‘ফ্রান্স যখন রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলাকালে নির্বাচনের আয়োজন করলো, তখন ইউরোপীয় কমিশন কোথায় ছিল? কিন্তু তুরস্ক যখন নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, তখন এরা ইউরোপীয় কমিশনের নীতিমালা দেখাচ্ছে, যা নিতান্তই দ্বিমুখী নীতি। তাই আমি বলবো, পিএসিইকে নিজের মাথায় তেল দেওয়া উচিত, তুরস্ক নির্বাচনের আয়োজন করবেই’।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি