ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

আগুন জ্বলছে রামাল্লায়, উৎসব চলছে ইসরায়েলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৫, ৮ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় আবারও প্রতিবাদী হয়ে উঠেছে ফিলিস্তিনিরা। রামাল্লায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়াচ্ছেন। এরই মধ্যে প্রতিবাদী জনতার উপর ইসরায়েলের সেনারা গুলি ও টিয়ারশেল ছোঁড়ছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আল-জাজিরার এক ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে।

এদিকে রামাল্লার আকাশ ছেঁয়ে গেছে কালো ধোঁয়ায়। একদিকে টিয়ারশেলের কালো ধোঁয়া অন্যদিকে বিক্ষোভকারীদের টায়ারে দেওয়া আগুন, সব মিলিয়ে রামাল্লায় ছড়িয়ে পড়েছে ‘দাবানল’। তবে ফিলিস্তিনিরা বলছে যে দাবানল রামাল্লায় জ্বলছে, তার চেয়েও কয়েকগুণ বেশি দাবানল ছড়িয়ে পড়েছে তাদের হৃদয়ে। নিজ ভূমি হারানোর ভয়ে ফিলিস্তিনিদের হৃদয়ে জমাট বেঁধেছে আশঙ্কার মেঘ। এ মেঘ রূপ নিতে পারে ভয়াবহ টর্নেডোতে।

ভয়াবহ সংঘর্ষ আর যুদ্ধের দিকেই যাচ্ছে ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি সৈন্যদের গুলিবর্ষণ যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের। আল-জাজিরার ভিডিও ফুটেজে দেখা গেছে, রামাল্লায় হাজার হাজার নারী-শিশু, তরুণ-বৃদ্ধসহ সব শ্রেণীর মানুষ জড়ো হয়ে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।

এর আগে গতকাল বিক্ষোভকালে ইসরায়েলি সৈন্যরা কমান্ডো স্টাইলে যুদ্ধযান নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলে পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ এর বেশি মানুষ আহত হয়েছে। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে শুক্রবারও সেখানে জড়িত হয়েছে বিক্ষোভকারীরা। আজও ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা। এতে ওই এলাকার সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ট্রাম্পের ঘোষণায় ইসরায়েলে চলছে আনন্দোৎসব। ইহুদি জনগোষ্ঠীর হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছে। তারা দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে দেখছে। এদিকে ইসরায়েলের মন্ত্রীরা বিশ্বের অন্যান্য দেশকেও যুক্তরাষ্ট্রকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তেল আবিব থেকে দ্রুত অন্য দেশের দূতাবাসগুলোও সেখানে সরিয়ে নিতে আহ্বান জানান তারা। 

 

সূত্র: আল-জাজিরা

এমজে/এমআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি