ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

আত্মহত্যায় ব্যর্থ হলে সাঁজা কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০১৮

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই আত্মহত্যার প্রবণতা যেন একরকমভাবে বেড়ে গিয়েছে। খবরের কাগজ, টেলিভিশনের পর্দা অথবা সামাজিক মাধ্যমগুলোতে হরহামেশাই আত্মহত্যায় নিহতের খবর পাই আমরা।

তবে আপনি জানেন কী যে, আত্মহত্যার চেষ্টা করা বাংলাদেশের আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ? যদি না জানেন তাহলে এই লেখা আপনার জন্যই।

বাংলাদেশে বিদ্যমান আইনে আত্মহত্যা কোন অপরাধ না হলেও আত্মহত্যার চেষ্টা করা অপরাধ। কেউ আত্মহত্যা করে নিহত হলে আইন তো আর তাকে শাস্তি দিতে পারবে না। তবে চেষ্টা করে ব্যর্থ হলে আইন তাকে ঠিকই সাজা দেওয়ার ক্ষমতা রাখে।

বাংলাদেশ বলবত দন্ডবিধির (পেনাল কোড-১৮৬০) ৩০৯ ধারায় এ বিষয়ে উল্লেখ আছে। ১৮৬০ সালের এই আইনে আত্মহত্যাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে।

দণ্ডবিধির ৩০৯ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ নেয় বা আত্মহত্যার উদ্দেশে কোনো কাজ করে, সে ব্যক্তি এক বছরের কারাদণ্ড ভোগ করবে। তবে আইনে যেহেতু সশ্রম কারাদন্ডের বিষয়টি উল্লেখ নেই সেহেতু সাজা হবে বিনাশ্রম কারাদন্ড।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি