ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আবগারী শুল্ক, ভ্যাট এবং সঞ্চয়পত্রে সুদের হার পুনর্বিবেচনার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৯:১১, ২২ জুন ২০১৭

ব্যাংক আমানতে আবগারী শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং সঞ্চয়পত্রে সুদের হার কমানোর প্রস্তাব পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন সংসদ সদস্যরা। তবে, এনিয়ে অর্থমন্ত্রীর ঢালাও সমালোচনায় ক্ষোভও জানান তারা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত আবগারী শুল্কমুক্ত রাখা এবং সংবাদপত্র শিল্পের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

ছুটির আগে শেষ কর্মদিবসে সংসদে বাজেটের ওপর আলোচনায় সবচেয়ে বেশি স্থান পায় বিভিন্ন খাতে উন্নয়নের বিষয়।

এছাড়া, কয়েকদিন ধরে সংসদে অর্থমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ নিয়ে ক্ষোভ জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তবে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত আবগারী শুল্কমুক্ত রাখা এবং সংবাদপত্র শিল্পের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

সবক্ষেত্রেই ১৫ শতাংশ ভ্যাটের সামগ্রিক বিরোধিতার বদলে বৃহস্পতিবার খাতওয়ারি ভ্যাট মওকুফের দাবি তুলে সংসদ সদস্যরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি প্রয়োজনীয় সংশোধনী এনেই বাজেট পাশ হবে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি